| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প; নিহতের সংখ্যা বেড়ে ৫০০


আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প; নিহতের সংখ্যা বেড়ে ৫০০


রহমত নিউজ     01 September, 2025     12:28 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বেসরকারি হিসেবে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ হাজার মানুষ।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ইমারাতে ইসলামিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনও সরকারিভাবে মৃতের সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে।

ইমারাত সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সরকার উদ্ধার কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিচ্ছে। কুনার প্রাদেশিক দুর্যোগ দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা প্রয়োজন।

ক্ষতিগ্রস্তদের অধিকাংশ নুরগল, ওয়াতাপুর, মানোগি ও চাপা দারা জেলার বাসিন্দা। গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে নানগরহার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। মাজার দারা অঞ্চলে পুরো গ্রাম মাটিচাপা পড়ায় প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়ছে।